বুকেতে বন্ধু থেকে থেকে ওঠে
ভীষণ ব্যথার ঝড়
বোধে বেড়ে ওঠা বৃক্ষ প্রেমের
ভাঙিছেরে মড়মড়!
ভুল বুঝাবুঝি চলে কেন শুধু
কবিতে কবিতে আজ?
কবির সাথে যুদ্ধ কবির?
বড়ই ভীষণ লাজ!
চলতে দেবনা এমন যুদ্ধ
কবিতার তরবারি!
কবিতে কবিতে দন্দ্ব গন্ধ
খুব কি গো দরকারি?
জানি জানি জানি কবিরা জানি
হয়রে মহান মনা
মানুষের ক্ষতি চায় কি গো কবি?
নয় রে কখ্ খনও না!
মত পথ কিছু ভিন্ন হলেও
চায় দিতে চায় আলো
সব কবি চায় মঙ্গল শুধু
চায় মানুষের ভালো
চলো চলো তবে আজকে সবে
যাই কবি কবি মিলে
কবিতে কবিতে এক হলে তায়
হাসবে যে নিখিলে!
আছে যত ফুল আর পাখিরাও
পথ ঘাট মাঠ বনে!
হাসবে তারাও গাইবে তারাও
কবিতা ও কবির সনে!!