ছ্যাঁদলা পড়া চেতনার কফিন
ধুলো ভরা এক কবিতার দিন
সূর্যকে ডেকে বলো আজকে ছুটি!
আজকে চন্দ্রকে টেনে নেবার ঋণ
আজকে ভালোবাসায় শুধিবার দিন!
মেঘে মেঘে বজ্রকে পিষে ফেলার বেলা
সমুদ্রের ফেনায় কাঁদে অবহেলা
কোন এক বিষন্ন নীল ঘন রাত
একদিন হবে তুমি উন্মাদ!
আমাকে পাবে না সেদিন
পাবে কাছে বিরহের বড় এক স্বাদ!
তুমিহীন আমার যেমন বিষাদ!!