ফর্মুলা দাও আমাকে
আমি সিরিয়াল খাবো
আমি মোটাসোটা
আর খুব তাজা হবো!
মায়ের বুকের দুধ
শিশুর জন্য বিষ!
টিনের কৌটা ভালো!
আমি জ্ঞানীগুণী হবো !
আমি ধর্ম ও প্রকৃতি ছেড়ে
খোদা ভগবানকে মেরে
মানুষের গড়া শহরে
নিরাপদে আশ্রয় নেবো !
নিরাপদে আমি বড় হবো
দুধ বেচে নিকোটিন খাবো
চিন্তার স্বাধীনতা আমার!
আমি বাঁচব না কি মরে যাবো!
কে রে তুমি বাঁধা দাও,ভাগো ?
আমি আস্তিক না কি নাস্তিক হবো
চিন্তার স্বাধীনতা আমার! মাগো,
জাগো জাগো জাগো..!
জেনে শুনে আমি ধর্মের বিষ খাবো?
কেউ কি শুনছো ?
কেউ কি এখানে আছো?
দাও ধর্মের আফিম
আমি জেনে বুঝে পান করে যাবো!!
চিন্তার স্বাধীনতা আমার!
আমি দামি হবো!
আমি মরবো না মরবো নাকো
দুনিয়া নামক গাঁজা টেনে যাবো
জর্দা ও বিড়ি সিগারেট ফুঁকে ফুঁকে
ধীরে ধীরে বেঁচে রবো!
একদিন আমি মৃত্যুকে ঠিক ফাঁকি দেবো !
খোদাকে দেখাবো
তোমার ঝড় কি তুফান বন্যা খরা করোনারা
ভুমিকম্পেরা কেউ-ই ছুঁতে যে পারবে না তারা
য়্যুরোপ-মেরিকা-ইউকে তে যাবো
আমি প্রয়োজনে মঙ্গলে যাবো
আমি এক মহাকাশ ছেড়ে
আর মহাকাশে পাড়ি দেবো
আমি পৃথিবীর খোদাকে একদা ফাঁকি দেবো!
আমি যে মায়ের দুধ ধর্মের সাদা ভেঙে ভেঙে
গড়ি রঙধনু! মুক্তির যুক্তির তীর ফলা
জ্ঞান অহমিকা জেদের সে অব্যর্থ ত্রিফলা
ধর্ম নামক রোগটাকে দেখো তুমি আমি
সারিয়ে তুলবো..!!!!