চারিদিক সুনসান
নিশ্চল বাতাস অস্থিরতা নেই মেঘের
নিস্পন্দ নীলচে গাঢ় কিছু আকাশ ছড়ানো
পৃথিবীর কাছে;
হেলানো দিগন্ত অবারিত ধানক্ষেত ছুঁয়ে
যমুনার ওপাড় যতদূর চোখ যায়
প্রেম তার নিঃসীম
আদরে আদরে মাখা
গাঙ শালিকের ডানা ভরা ক্লান্তি নিমিষেই
মুছে দিয়ে চলে যায় বিকেলের
শান্তি ডাগর চোখ মেলে বসে আছে
বৈশাখ; পাখিদের হালখাতা যেন
নির্মল বাতাসের খাজনা আঁজলা ভরে
তুলে নেয় পিপাসিত চোখ
সরে না কিছুতেই বাংলার
প্রান্তর থেকে;
যে ঋণ প্রতিদিন তুলে নেয় নিখুঁত
জন্মভূমির থেকে মুহূর্তে মুহূর্তে
নিঃশ্বাস টেনে নিসর্গ দেখে দেখে
মাঠে মাঠে
হেটে হেটে
কেটে যায় যে বেলা
সেই ঋণ শোধিবার নয়...