দেখে যেও একদিন কোন অবসরে
কেমন আছে যাকে দিয়েছ পর করে ।।


দেখে যেও বন্ধু তারি নয়ন ঝর্ণায়
কতটুকু ঝরালে জল হয় রে সাগর
তুমিহীনা কতখানি সুখে আছে
তোমার দেয়া কষ্ট ভালোবেসে নাগর ।।
এখন জীবন যেন ওরে অভিশাপ তার
সে যে বেঁঁচে থেকেও যেন গেছে মরে।


স্থির হয়ে গেছে যে তার চোখের মণি
দেখবে স্তব্ধ হয়ে গেছে মুখের ভাষা
উদাস হয়ে বসে থাকে সে জানালায়
ভুলে গেছে যেন আজি ভালোবাসা ।।


সে পাথরের মতো পড়ে থাকে নিশ্চুপ
কারো সাথে যে বলেনা কোন কথা
জোৎস্না বৃথা ঝরে বাইরে আসেনা সে
দেখবে বুুকে তার যে অথৈ নীরবতা ।।
যেন সারা পৃথিবীর সব দুঃখ পাষাণ
দেখবে তাকে আছে যে জড়িয়ে ধরে।


ছন্দ: স্বরবৃত্ত


পর্ব বিভাজন: ৪/৪/৪