প্রয়োজন নেই ধর্মের স্নিগ্ধতা?
ধর্ম তোমায় আজকে দিলাম ছুটি!
পাপের রাজ্যে পৃথিবী পদ্যময়
ধর্মের চাঁদ যেন ধরে কার টুঁটি...!!


যা জেনেছিস থাক না পড়ে চুপি
কেন রে তুই জ্বালাতে যাস কুপি
কূপের ভেতর থাক পড়ে সে ব্যাঙ
মানুষ নামে চারটে মোটে ঠ্যাঙ
ধর্ম ধর্ম ও যে বলতে নাই!
অধর্ম বল ধর্ম হবে তাই ...!!


ব্যবসা জুজুর কথা বলে ওরা
ধর্মকে খায় তারা ধর্ম চোরা
যুক্তি গুলো বড্ড ওদের খোঁড়া
আসলে যে তারাই বড় গোঁড়া..


হঠাৎ করে ধর্ম পোড়া
চামচিকারা শোনায় দেখি
ধর্ম কথার ছল!
সত্য একটু আস্তে আস্তে বল
শুনলে আবার জাগবে দেখিস!
ভীষণ কপট খল
ওরা আবার বলবে তোকে
না জানি কোন দল?
পাকাস না কোন্দল!!
রক্ত ওদের টক তো বড়
খায় যে মশার মল!
কি হবে আজ ওদের সাথে
মজা করেই খেলাম না হয়
সত্য মিথ্যা ফল ...!


আর ধর্ম চালের গুটি...!!!!
ধর্ম তোমায় আজকে দিলাম ছুটি!
অধর্মে আজ খাবো লুটোপুটি
স্বাদটা কেমন বুঝে গেছি
হেসে কুটিকুটি...
আমি হেসে কুটিকুটি ...