কোথাও হারিয়ে যাব
কোন দূর নক্ষত্র পথে
চালতার ফুল নয় শিশিরের জল নয়
হয়তো আবর্তিত হতে হতে
দেখব শুধু তারাদের ফুল..


সেখানেতে কোন কক্ষতলে
গোলাপি আকাশের ভেতর
যদি পাই সেই মুখ; পড়বে মনে
তুলছ ফুল তুমি শালুক বিলে
ভেজা পায়ের দাগ ফেলে চলে যাও
মেঠো পথ ধরে..
জল ঝরে শাড়ীর আচল চু'য়ে
ফোটা ফোটা; আমি সেই পথ ধরে
খুজে নিতাম তোমার আবাস..


তখন তোমার থেকে হয়ে যাব পর
শিমুল ফুল তুমি কুড়াবেনা দেখবে না
ফাল্গুন চোখে শালিকের জোড়া
বসে আছে কড়ইয়ের ডালে..
দেখবে না দেবদারু গাছে কোন কাক
বসে আছে কোকিল কোন পিতরাজ গাছে
অথবা অশোক ডালে ঘিয়ে রঙা ঘুঘু...


হয়ত চলে যাব আমি অকালে
দোয়েলের শিস দেয়া
কোন সকালে
আর হবে না আমাদের দেখা
শিশির ভেজা পায়ে;
তোমারি চোখ দেখে প্রেমের মানে
কিছু শেখা হবে নাকো আর..


ডাহুকের ডাক শুনব না আর
বাঁশের ঝোপের কাছে,
অথবা সজনে পাতার ফাকে
দেখব না আর সোনালী হলুদ
বেনে বউ অথবা শ্যামার মুখটাকে...


কোথাও হারিয়ে যাব
খুজে আর পাবে নাকো তুমি
শুধু অতৃপ্তি রয়ে যাবে
আর কি দেখতে পাব বাংলার
এই সবুজ সোনা রঙা প্রিয় মাতৃভূমি..