আমার বুকে /শুধু প্রিয়ার /
প্রেমের বীজ /আছে বোনা
তাকে এনে/ দাও তাকে /
ছাড়া আমি /যে বাঁচব না ।।


আজ তো বোবা/ হয়েই গেছি
অন্ধ তাকে /ছাড়া আমি/
আর কারাগার / এ পৃথিবী
যেন বন্দী/ এক আসামি।।
জীবন যদি/ হয় প্রিয়াহীন
তবে) আমি ধরা/তে থাকব না।।


আমার দু'চোখ/ খুলে ওরে
প্রিয়ার হাতে/ তুলে গো দাও
সইতে পারি / না ব্যাথা আর
এ হৃদয় টা/খুলে গো নাও ।।


তাকে  ছাড়া /আকাশ আমার
লাগে আঁধার / আর আলোহীন
জেন মেঘহীন / বৃষ্টি যেমন
বাঁচতে পারে /না কোনদিন ।।
প্রিয়াহীন  সব/ দৃষ্টি কটু
আর কাউকে রে/ আর দেখব না।


স্বরবৃত্তেঃ পূর্ণ মাত্রা ৪।