এখন এমন দিন
জড়সড় কুয়াশার ভিড়ে
শীতের মতই তাপ
হৃদয় নিয়েছে যেন ছিঁড়ে
কতকাল চলে গেছে
বসন্ত গেছে কি ভুলে?
এখনো এলো না মেয়ে
শর্ষে ক্ষেত ভরে গেছে ফুলে
মৌমাছি ঝাঁকে ঝাঁকে
তুলে নেয় সব মধু আজ
ফুরাবে না পথ তার
ফুরালে হাতের সব কাজ
তখন আমার চোখে
হয়ত প্রতীক্ষা হবে শেষ
তখন আমার মনে
প্রেম মরে বিরহের রেশ
র'বে না তেমন কিছু
আগের মতন ভাবলেশ
শুণ্য কবিতা যে শুধু
বয়ে যাবে চোখের এ নীরে...