কবিতার গতিপথ পাল্টে গেছে আগুনমুখো
আরাকানি জন্তুগুলোর বন্দুকের নলের ভেতর
গণকবরের সুড়ঙ্গ পথে
জবেহ করা মানব লহুর স্রোতে গড়া ভাটির গাঙে;
হত্যা আর বলাৎকারের প্রতিযোগিতায়
নেমেছে শান্তি বাহিনীর সুচারু আর সুপক্ব
মানবতার মহৎ দস্যু দল-
দলিছে বুদ্ধের বল্কল দালাইলামার পায়ে
পিষছে সুচির পিশাচ পিঙ্গল পোষাক আর
পায়ে পড়া মৃত রোহিঙ্গার হাড়ে গড়া মল।কবিতার ছন্দে ধরেছে আর্তের চিৎকার
মযলুমের গগণবিদারী হাহাকারের
মাত্রাতিরিক্তভাব উপমাবিহীন উৎপ্রেক্ষাহীন
অসুর বিধ্বংসী ঘৃণার মহাকাব্যের দিকে...