এখনও মরেনি প্রেম
প্রেম কিছু জেগে আছে বুকে
চৈত্র দুপুরে আজও
শুনি কিছু কিছু ঘুঘু ডাকে
হঠাৎ ডাহুক দেখি
ঘুরছে ডোবার ঐ ধারে ।


এখনও মরেনি সব
শালিকেরা তবু বেঁচে আছে
কোকিলেরা কম তবু
কাক দেখি রাস্তার কাছে
শকুন দেখি না আজ
জানি না সব কি মরে গেছে?


যেখানে দাঁড়িয়ে বট
সাঁকো ছিলো পথ গেছে
খাল বেয়ে বেয়ে
যেখানে ওড়াতো ঘুড়ি
গোলাপী নামের এক মেয়ে;


এখনও উড়ছে ঘুড়ি
দেখি আমি সেই মাঠ থেকে
এখনও হয়নি বাসি
বাতাসেতে হাসি আছে মেখে...


এখনও হদয় ওড়ে
গোলাপীরে তোর আকাশেই
এখনও মরেনি চিল
উড়ছে ক্লান্তিহীন সেই ।


দোয়েল না যদি আর
আসে তোর জানালার ধারে
বলাকা না যদি আর
আসে ঐ মরা বাঁশ ঝাড়ে;


তবুও জানিস আমি
আজও আছি ঘুঘু হয়ে
ডেকে যাব যতদিন বাঁচি;
যদিও রাত কি দিন
হৃদয় কাটছে এক
বিরহের বিষ মাখা কাঁচি;
.................................
.................................


ধান ক্ষেতে পাখি আজও
সবুজ পোঁকা যে খোঁজে
আমি খুঁজি গোলাপীর হাসি...
..................................