ভুলে গেছি কবিতার মাঠ
যেখানে খেলেছি দুরন্ত শব্দের গোল্লাছুট
শব্দ গাঁথা ভাবলেশহীন আজ
কল্পনায় চিত্রগন্ধ নেই দাঁড়িয়াবান্ধায়
প্রহরা নেই, লুকোচুরি খেলা ছন্দের ভেতর!


মাছরাঙ্গার মত শব্দশিকারী হতে চেয়ে
কেমন বিভুল মনের শিকার বিকারগ্রস্ত
কবির মূর্তির ভেতর ঢুকে গেছি আমি
অকবিতার শ্যাওলা ভরা জলে
ডুবে গেছি না কি?


জোৎস্না শুকিয়ে কেমন কাঠ হয়ে
ঝুলে আছে বিস্বাদ চাঁদ আকাশের কাছে
গন্ধমৃগ অন্ধকারে পথহারা আজ বন।