অনেক দেখেছি আমি জীবনের চেয়ে দামি
বেশি কিছু নেই আর!
একদা দেখেছিলাম কোন এক দুনিয়ার
খুপরি ঘরে উঁকি দিয়ে
দানাহীন শুণ্যপেটা একটা মানুষ কেউ.....
অথচ দেখিনি আর কুকুরের মত ঘেউ ঘেউ
একটু খাবার জন্য এক টুকরো রুটি
স্বর্ণের মত দামি কারো কাছে খেলার ঘুটি
আমরা জনতা যত নিজেদের রেখেছি বিরত
অধিকার সংগ্রাম থেকে গুটিয়ে নিয়েছি আহত
আমাদের হাত আজ শান্ত জলের কাছে
নিজেদের ভীরু মুখ দর্শন শেষে.........
লুকিয়ে রাখি গোপন একপেশে বেদনাগুলি
হাহাকার জড়ো হয়ে একদিন নজরূল হবো তুলি
দুই হাত করি মোনাজাত!.......................
হে খোদা বানাও মোদের তুমি মানুষের জাত!!