হৃদয়ে গহীন ব্যাথা নিয়ে আমি
চলে যাই যাযাবর...
আদাবর থেকে হেঁটে হেঁটে যাই    
পান্থ পথের 'পর...
ক্ষিধে নেই পেটে  
বুকটায় ঘেঁটে দেখি মুখ যেন কা'র!
সুখ পাই সখী বুকটায় দেখি
শীতল হাতটা তোমার!
কাত হয়ে উবু হয়ে কত যে
কাটল আমার রাত!
ভাতগুলো ভুল মনে হয় ফুল
যেন তোমারই হাসির দাঁত!
কেন যে উপোস করি আমি
থাকি গহীন দীঘল রাতে
বিছানা ছেড়ে চলে যাই কভু
তারার লোভে ছাঁদে !
একা একা হাঁটি  
ধুলা বালি মাটি
কালি কাটা ছেঁড়া আর
তালি দেয়া জীবন কিম্ভুত কেমন
জীবন করছি পার!