বুঝেছি বুলবুল হুদহুদ তিতলি
সিডরের শান আম্ফান লুবান
আরো কতো কতো নাম রেশমী
নিলুফার নার্গিস অথবা হেলেন
কি নাম দেব বলেন? বুকের বাম
অক্ষাংশে ওঠে অবিরত যে ঝড়
হৃৎপিন্ডের মাংসে কতো বেগে
নিপতিত হয় আছড়ে পড়ে দুরুহ
কোণের দ্রাঘিমাংশ বিলীন করে
যে নীল কষ্ট সমুদ্রের জল উপচে
পড়ে মানুষের মৃত্যু দেখে
যে
চোখ উপড়ানো দগ্ধ আগুন
জল চাপা কান্না মোড়ানো ঝড়
বেরিয়ে আসে
কে দেবে কি তার নাম?
কবিতা আমার ভীষণ বিষন্ন
আর প্রচন্ড সুনসান
নীরব বিদ্রোহের যে ঘাম মুছে
দেবার কে আর আছে?
শান্তির নরম আঁচল ছিঁড়ে
কে
আর নেবে বলো কাছে?..