কতবার গত কালও
তোমাতে ছিটালো কালো
ওদের বিষ মাখা ও খেয়াল!
যদিও জানে রে ওরা
শুধু মানবতা ভরা
ছিল তোমার জীবন পেয়াল;
খুঁত নেই তবু তাতে
বিষের ছুরি ও হাতে
কেবলি কেটে কেটে যে
নিয়েছে পাঁপড়ি!
তোমার বাণীর সেই
গোলাপ থেকেই নেই
সুগন্ধ যে রয়েছি আঁকড়ি;
তোমার গোলাপ না! না!
হবে না কখনো জানা
শিখেছে তারা যে ঐ স্বাধীনতা
চিন্তার! ভাবনারা আজো কানা
হয়নি তাদের জানা
যা জেনেছো ছিল না কি
কিছু অপূর্ণতা!??
যদিও দিনকে দিন
হচ্ছে শুধুই ক্ষীণ
ঐ নীতি আর এই যে নৈতিকতা
কাঁদে কাঁধে কাঁধে বোঝা
হয়নি এখনো সোজা
মেরুদণ্ড ভাঙে যে কোমর
ভারসাম্যতা!
আনতে পারে নি কভু
তাদের বোধের প্রভু
দুনিয়ায় আজো কাঁদে তাই সাম্যতা!
মানবতার মহান বন্ধু সে সু-মহান
চরিত্রের এক যে অভিন্ন নাম
রক্ত ঝরিয়ে যিনি
শেখান সত্য ঋণী
নিত্য বিশ্ব মানবতার ঐ মোকাম!
      



(আমি এক পাপি আর নগন্য উৎসর্গ প্রিয় নবী সাঃ এর মহানুভবতায় ধন্য যার উসিলায় পেয়েছি মানবতার ঈদ আর...অনন্ত আলোর খোঁজ.... )