কখন এসেছে শরৎ বুঝি নাই বাংলার তীরে
যখন আশ্রয় খুুজিছে জিঘাংসার শরে বেঁধা
আহত মানবতা ডানা ভাঙা বিহঙ্গের মত
মাথায় নিয়ে বিভৎস মৃত্যুর পরোয়ানা আর..


আগুনরঙা মাতৃভূমি ছেড়ে ভিটে মাটি
প্রিয়জনের খন্ড খন্ড নিথর দেহ ফেলে
পাড়ি দিয়ে রক্তের নদী বুকে বুলেট
সম্বল করে পুল সিরাতের মত পার হয়ে
দোযখের উপড়িস্থিত ঝুলন্ত রাস্তার...


নারী পুরুষ অসহায় শিশু অচল বৃদ্ধ
হাহাকার ছিঁড়ে বেরিয়ে আসে নির্বিকার
বলাৎকৃতার গুমরে ওঠা বিবস্র লাশ
উল্লাসে ফেটে পড়া জানোয়ারের
নখদন্তের আঁচড়ানো কামড়ানো
খুবলে খাওয়া রোহিঙ্গার হাড়....