কোন একদিন,
কবিতা আমার বড় যে হবেই
রইবে না শিশু খুব বেশি দিন
হামাগুড়ি নয় হাটতে শেখাটা
শেষ হবে কাল...


দেখবে তখন,
কবিতা আমার যুদ্ধে যাবেই
সময় হয়েছে মুখে আটা সেই
কুলুপ খোলার হাঁকবে শ্লোগান...।


কবিতা আমার ফুসছে কেবল
বয়সটা কম দুষছে কেবল
এ-সময়টাকে-ঠেলছে শুধুই
ফেলছে কেবল চোখের এ জল!


কবিতা আমার আর বেশিদিন
বদ্ধ খাঁচায় শিকল পড়ে তো
থাকবে না রে বোকার মতন
হ্যাবলা মামার ভাগনে হয়েই
দিন কাটাবো আর কতদিন..?


সময় হয়েছে যুদ্ধে যাবার
আর দেরি নাই বাজবে এবার
ছন্দ আমার রণাঙ্গনের ...