তুমি অধম বলে আমি উত্তম হবো না কেন?
সে সব বাক্য আজ ভুলে গেছি? অহর্নিশ
কবিতায় ছড়িয়েছি শিল্পের বিষ! তবে
যদি মহাকাল প্রশ্ন ছোঁড়ে ওরে কবি কবে
তুই বিশুদ্ধ ছিলি? যে দাবি নিয়ে এলি
নিজেরই ফাঁসী! চেয়েছিস আপনকেলী
আপনারই জন্য ডেকে আনে মৃত্যু যদি
কে তোকে ফিরিয়ে দেবে মহা প্রাণ?বোধি
বৃক্ষের নিচে বসে সাধনা তোমার হবে বিফল
কে আটকাতে পারে সেই আদি জ্ঞান? যা
যুগ যুগ বয়ে চলে...চলবেই নিরবধি!!!