আমার সব হেয়ালি একে একে বেরিয়ে পড়বে
হ্যামিলনের বাঁশির শব্দে যেমন সারি সারি
কবিতার শাড়ী পড়ে বেরিয়ে পড়বে ছতর
অসতর্ক হাতের গোড়ালি পায়ের নাভীর
দাঁতের সুগন্ধী নাকের কোমল গড়ন-
কবিতার কোমর দুলে দুলে চলবে শব্দ
এক গায়রে মাহরুম চোখ পাপের মতন
যদি চেখে নেয় কবিতার কৌমার্যতা আমার
কি দেব জওয়াব যদি প্রভূ প্রশ্ন করেন?
কার হাত ছিলো তোমার কলমে কার কালি?
ভরেছিলে কার ভাবনা মেখে মেখে চটকে চটকে!
পাঠকের লোভে সাজিয়ে দিয়েছিলে সুখ অসুখের মতো?
নির্ঘাত আগুন সাজাতে চাই না আমি জীবনের জন্য মৃত্যু-
মৃত্যুর জন্য জীবন সাজিয়ে রাখবো আমার কবিতার ভূবন!