হ্যাঁ, আজকে শুধু বলবো কবিতার কথাই
কবিতা ছাড়া কি আর বলবো?
যে দেশে কবিতার ছন্দে সূর্য ওঠে ভোঁরে
মাঝির নৌকার গলুইয়ে বসে থাকে চাঁদ
ছিঁপ নিয়ে কৌতুহলে বসে থাকে কিশোর
শিকারের অপেক্ষায় চোখ মুখ কান
কখন গিলে খাবে সফলতার আনন্দ
নিয়ে ঘরে ফিরবে ডানপিটে সন্তান।


কখন ধানের শীষে আসবে সোনার রঙ
কৃষকের চোঁখে হাসি মুখে তৃপ্তি
দু' হাত ভরা নবান্নের সদাই
বৌয়ের পান অালতা মুখে
সুখ।


পদ্মপুকুরে আনমনা কিশোরীর ঢিল ছোড়া
আলতা নূপুর পায়ে আলতো হেটে চলা
শিশির ভেজা ঘাস মাড়িয়ে বিজন মাঠে
এফোঁড় ওফোঁড়....


কবিতা বলতে এসে
মনে পড়ে সবুজ বনের ধারের নিরিবিলি পথ
পাখির কিচিরমিচির প্রিয়ের সহজ সরল এক
মুখ।