নিভৃতে চলে যাবো নিংড়ে নিয়ে কবিতার স্বাদ
পৃথিবীর মায়া কেটে মিটিয়ে সকল বিবাদ
চলে যাবো এই সব কবিতার মতন বিকেল
ফেলে নরম রোদ দীঘল ছায়াদের খেল
প্রস্থানের পথ ধরে চলছি মৃত্যু নাগাদ
কবিতার ভিতরে করেছি যে প্রেমের আবাদ
ফলবে কি হৃদয়ের বীজ হতে ভালোবাসা?
পৃথিবীর পথ ধরে কবিদের এই যাওয়া আসা
শেষ মানে মানুষের সব কিছু হলো বরবাদ
আমি চলে গেলে কোন রাতে কাঁদবে কি চাঁদ ?