কবি তুমি ক্লান্ত ঘুমাও
কলম রয়েছে সশস্ত্র
কলমের ঘুম নেই
কলম তো পৃথিবীকে বাঁচানোর অস্ত্র
যাদের অন্ন নেই বস্ত্র নেই বাসস্থান
ভেসে গেছে সহস্র
দুঃখের নদী জলে যাদের
মৃত্যুর মত চিকিৎসা নেই বিবস্ত্র
ইজ্জত ঢাকতে ঢাকতে বেরিয়ে পড়ে
দরিদ্রতায় গোপন শাস্ত্র
বলে যাদের নুন আনতে
পান্তা ফুরায় তাতেই কবি বড় ভীত-সন্তস্ত্র!