কোথাও কবিতা নাই
কবিতা কোথাও নাই
নাই কোথাও কবিতাই...


যেখানে দৃষ্টি ফেলি
সেখানেই মৃত্যু কেলি
যমদূত করে ফিসফিস;


আজ)কোথাও ছন্দ নাই
জীবন গন্ধ নাই
কবির কবিতা তাই 'বিষ' ।


সবাই আলাদা আজ
আলাদা সবাই আজ
আজ আলাদা সবাই


রয়েছে আতংক শুধু
আতংক রয়েছে শুধু
শুধু রয়েছে আতংকটাই


কোথাও কবিতা নাই
কবিতা কোথাও নাই
নাই কোথাও কবিতাই...।


কোথাও ফুর্তি নাই
কোথাও জীবন নাই
মৃত্যু ঘেরা 'ধরা' আজ;


পালায় সাহস ও বল
ভয়ে ভয়ে দূর্বল
আর)লা-পাত্তা সব স্বপ্নবাজ!


যেখানেই কান পাতি
সেখানেই মাতামাতি
মুখ্য আজ 'বাঁচাটাই'.... !!


কোথাও কবিতা নাই
কবিতা কোথাও নাই
নাই কোথাও কবিতাই...।