তুমি কি গো/ লজ্জাবতী/আগুন
ছুঁয়ে দিতেই /নিভে যাও রে / শরমে
হয়ে যাও গো/ বুঝি খুন।


তোমার রুপের/আগুনে পু/ড়েছি মন
তোমার চোখে /হারিয়েছি /যে প্রথম
আমার স্বপন /ও যৌবন ।।
তোমার রূপের/ সুবাসে মন/ যে আমার
করে শুধু / বধূ গুন গুন।


জমে আছে/যেন তোমার/অধরে
কত কথা/ নীরব অস্ /ফুট স্বরে ।।


তোমার কথার/ মধু কি গো/ নীরবে
তোমার চোখের/যাদু বলো/ কি রবে
চিরদিনি /আমার সাথী/কি হবে ।।
যতটুকু /ভালোবাস /আমাকে
ভালোবাসি/ আমি তার চে'/ দিগুণ ।।


ছন্দ: স্বরবৃত্ত


পর্ব বিভাজন: পূর্ণ পর্ব ৪ মাত্রা অপূর্ণ পর্ব ২/৩মাত্রার ।