কবিতা দিয়ে বাঁচানো কি যাবে আজ
যুদ্ধাংদেহী মানুষ নামে পশুপতি শাসকের এই সব জনপদ; যেখানে এখনো নিরন্ন
মানুষ ডাস্টবিনে ভাগাভাগি করে খায় কাক আর কুকুরের সাথে;


মানুষের জীবন আজ গিনিপিগ
অথবা ইদুরের চেয়েও হয়ে গেছে সস্তা যখন
আর পৃথিবী হয়েছে মারণাস্ত্রের সহজ এক পরীক্ষাগার;


কবিতায় নেভে কি ঐ সব হিংসুক হায়েনার
জলন্ত ক্ষুধিত উদগ্র উদর? যারা মানব লহু
পান করে মেটায় পিপাসা??...


কবিতায় মুছবে কি ঐ সব মানুষের অশ্রু
যারা সর্বহারা আজ ; রণাঙ্গনে হয়েছিল রসদ?
কি নতুন কবিতা শোনাব আর যখন
মানুষেরি কপট ইচ্ছা আর আদর্শের পায়ের তলে নিত্য বিসর্জন দিতে হয় দেশে দেশে মানবতার সদ্য প্রসূত সব কবিতার শিশু...!!!