বাহারি জোৎস্না ঝরে গেছে আকাশের
মেঘ ভেজা বাতাসের উঠোনে কেমন
কিঞ্চিৎ আলো তার রয়ে গেছে তবু
রাতের ঠোটে;


ডাহুকীর আলিঙ্গন ঘন ডাকে কেমন
কামুক প্রহর উত্তুঙ্গ হয়ে আছে
সুনসান নীরবতা ভেঙে কান পেতে
শুনছি সময়ের শীৎকার ধ্বনি
কখন কামিনীর গন্ধ শুকে শুকে
বেড়িয়ে পড়েছে নিশুতি বিহঙ্গ যুগল;


তুমি নেই তোমার কামড়ের দাগ
চোয়ালের গোশতের ভেতর ব্যথা হয়ে
জেগে আছে নিশ্চুপ বসন্তের রাতে
কায়মনোবাক্যে চাই আজ জেগে উঠুুক
প্রেমিক,তোমার মাংসল উরুর আঘাতে..