আমি প্রতিদিন থেকে শিখি
আর খুঁজবো জ্ঞানের আধার
ঘৃণা ভরে তুমি যা ফেলে যাও
আমি খুঁটে নেই বেসুমার!
আমি তো কুড়াই উৎকৃষ্ট
উচ্ছিষ্টই তোমার!
আর বুক পেতে থাকি আসুক-
ফুটুক তোমার কথার বোমার!
আমি বয়ে যাবো একা
বেদনার সব ভার...
নেই কিছু এতে লুকোছাঁপা
আর নেই কিছু এতে ঢাকার
আমি বিমূর্ত ছিলাম বন্ধু গো
দিলে তুমি এসে তার আকার!
আমি করে নেবো কথা সোজা
বন্ধু তুমি বলো যতো বাঁকার!
তোমাকে করেছি আয়না
বন্ধু ভুল দেখি যত আমার!
তোমার ভেতরে দেখি
নিজেকে
আমাতে নয়কো তোমার!
আমার অভিযোগ নেই কোনো
বন্ধু আমি থাকি নির্বিকার!
তুমি তো উঁচুতে তাই ছুঁতে
পারি না
'নিচু আমি' করি স্বীকার!
তুমি তো উন্নত আমি আনত
আমার
না হোক মনের বিকার!...