বিশটি বছর ধরে কবি ১০ লাখ গিগাবাইটের
মস্তিষ্ক থেকে গণিত ইতিহাস সাহিত্য ঘেটে ঘুটে আলো ছড়াইলেন...
নিজের অজান্তেই কবি প্রত্যাহ ৫০ হাজার বার নাকের নালীতে বাতাস
টানিলেন ছাড়িলেন..
কতবার যে চোখের পাতা কাঁপালেন তার ইয়ত্তা নেই!
তারপর একদিন চলে গেলেন অন্ধকারে..
হাতড়ে হাতড়ে সব জল টেনে তুললেন পাড়ে
সমুদ্রের সব লবণ বর্গা দিলেন চাষীদের ঘাড়ে
দিয়ে গেলেন কবিতা বস্তা ভরে ঝরঝরে দানার ২৬৮ মাইল বেগের
আবেগ উপমার বক্রোক্তি!
টানা সাত দিন পর কৌতুহলী হাত খুলিয়া
দেখিলো কালো কালো অনেক অক্ষর বেজায় খেপিয়া
গিয়াছে কবির 'পর করছে দ্বিরুক্তি!
চাষীরা চোয়ালের পেশিটা শিথিল করে বলিল তোরা কবিকে মাফ কর..
আর বস্তা খালি কর..
আমরা টিসিবির ১০ টাকা কেজি চাল বস্তায় ভরে
তোদের দিয়ে দেই মুক্তি!!..