আমি নির্বাক
কোকিলের কন্ঠ ছিঁড়ে
বেরিয়ে পড়েছে দলে দলে কাক
বিচ্ছিরি দাত কেলিয়ে গাইছে
পাগলেরা অধুনা প্রলাপ;
স্বরহীন মাত্রাবিহীন অলংকার
কলংকের মত করছে আস্ফালন
কেন গলাতে যাই নাক!


চারিদিকে বাজছে তালহীন ঢাক
লয়হীন বলয়ে আলয় গড়েছি
আর শুনেছি চিৎকার
কবিতার বলাৎকার..
আর, থাক্ ...


পাম গাছে ঝুলছে পাকা আম
লাউগাছে ফুটছে গোলাপ
অথবা মুলোয় ঝুলছে লাল শাক!
তবু মজেছি পরগাছায়, রেখে
অশথের পাতা এক ঝাক ।


তবু সুস্বাদু খিচুরি কাব্য চলে মোটা চালে
তবু ধরা দেয় তৃপ্তির ঢেকুর অক্ষম জালে
মোক্ষম সময় তবে চলছে কবিতার....


অন্ধকার চিরে বেরিয়ে আসুক তবু
এক ফালি আগুন গোখরোর জিভ
গবাক্ষে দেখা দিক মাধবীর চাঁদ
গরাদের ভেতর কাঁদুক মুক্ত বন্দীর হাসি
কোথায় যেন
তবু রয়ে গেল ফাঁক...