মৃত্যুরা এসে ফিরে যাবে-
যখন জানবে কবেই মরে গেছি আমি-বুকের ভিতরে তোমার
কেবলি এক মৃত দেহাবশেষ জাপটে ধরে পড়ে আছে তোমাকে
এসে যদি সুধায়-নিঃঠুর মৃত্যুকে বলে দিও-আমাদের জীবন
আলিঙ্গন করে মৃত্যু পেরিয়ে গেছে হাজার বছর আগে-
ঠোঁটের কিনারে-
ফিসফিস করে কেউ বলে গেছে অমর অভিবাদন...


মৃত্যুরা এসে ফিরে যাবে-
যখন জানবে কবেই মৃত্যুকে মাড়িয়ে পৌছে গেছি-
তোমার হৃদয়ের গহীন অন্তঃপুরে যেখানে অক্ষম মৃত্যু
শুধুই চেয়ে চেয়ে দেখবে-হিংসে হবে মনে মনে-আহা!
ভালোবাসা সত্যিই অজর-সত্যিই অমর-সত্যিই অনড়!
প্রেমিক এ মন মৃত্যুকে এড়িয়ে কেবলি তোমার......



উৎসর্গঃ
সদ্য প্রয়াত বাংলা কবিতার আসরের
প্রিয় কবি অচিন্ত্য সরকারকে .....