ফোটা ফোটা মৃত্যুর শিশির জমে গেছে যে
হৃদয়ের সবুজ ঘাসে
শোনে না বারণ মন বোঝেনা কোন শাসন
তোমায় তবু ভালোবাসে ।।


সর্বহারা হয়েছি তোমারি পাষাণ প্রেমে
তোমাকে পেতে শুধু এতটা নিচে গেছি নেমে।।
ভিখারি সেজেছি আমি তোমারি প্রেম পরিহাসে ।


পুতুল খেলা খেলেছ প্রিয়া গো আমারি যে সাথে
অভিশাপ কোনদিন দেই নি তোমায় তো তাতে ।।


আজো পথ চেয়ে আছি যদি তুমি আসো ফিরে
এখনো বাসর সাজানো আছে হৃদয় নীড়ে।।
তোমাকে পেতে জীবনে যখনি যা বলেছে যে
করেছি তাই বারো মাসে ।


মাত্রাবৃত্তেঃ ৮/৮+১ মাত্রার।