কোনদিন কোন কালেই
আমি ছিলামনা কোন কবি
কবিতা লেখা-সে সাধ্যেও কি ছিল আমার?
অথচ,আজ আমারই হৃদয়ের গর্ভে
উপলব্ধি করি
অসংখ্য কবিতার ভ্রুণ!
আর গর্ভাশয় ছিঁড়ে অসংখ্য অপত্য
কবিতারা বেরিয়ে আসতে চায়
প্রচন্ড প্রবল আলোড়নে
আমার মনের
গহীন বনে তোমাকে না পাওয়ার কষ্ট
আর রুদ্ধ আবেগের মিলনে তাদের জন্ম
প্রকাশ-প্রসব প্রতিবন্ধকতার কিযে কষ্ট
কিযে ব্যাথা!
কে বুঝিবে তা আমার মত
হতচ্ছারা এ অকবি ছাড়া!
সই,তবু আমি দুরে নই..দুরে নই!
আমি তো তোমার হাতের ঐ
কবিতার বই-বইয়ের পাতার প্রতিটি শব্দ-
প্রতিটি বর্ণ আমার স্পর্শ দুঃখ মাখা।