মাগো,তোমার দুধের কসম
কেটে বলি আমি জাগবই
তোমার বুকে জন্ম নেয়া
সব ফসল আর শস্যের শপথ;
তোমার চোখের জলের দিব্যি দিলাম মা,
আমাকে জাগতেই হবে;
স্বৈরাচারী জুলুমশাহীর বন্দিশালা
কেউ না পারুক ভাঙবো আমি
এই একেলা;
শুধু তোমার নিরীহ সৎ সন্তানেরা
চেয়ে চেয়ে দেখে যেন এই-ই মেলা;
এক পাল দামাল হিংস্র কুকুরের
ধারাল নখ,দন্ত আর এক ঝাঁক
বুলেটের থাবা উপেক্ষা করে আমাকে
জাগতেই হবে মা শুধু কথা দাউ
কাঁদবেনা যদি আর ফিরে না আসি
তোমার শ্রেষ্ঠ সন্তান বরকত,
মতিউর,নূর হোসেনদের মতোই
মাগো আমাকে হাসি মুখে বিদায় দিও....