অহমিকাকে অহরাত্রি
অনেক করি ঘৃনাই
বিদ্রোহি নই আমি প্রতিরোধী
প্রতিবাদি হই দুর্বৃত্ত নই আইন ভাঙি
দিবস যামি কোন প্রয়োজন বিনাই
বিনয়ের বোলে বারবার বলি
দুই হাতে দুই কান মলি
কতবার কতকরে বলি পইপই
আমি ভাই কবি নই
পাঠশালে পন্ডিত মশাই 'দত্ত'
পড়ান আজব আজব তথ্য
সত্য আর অসত্য ণত্ব,ষত্ব,
কত যে তত্ব সেসবে থাকো তোমরা মত্ত
প্রকৃতি,প্রত্যায় পদ প্রকরণ
আরও আছে কত উদাহরণ!
আমি অকবি মানিনা এ সবই
থোরাই ব্যাকরণ!
তবে কেন সবে করো জ্বালাতন?
মিছে মিছি অকারণ?
যত করি বারণ করি অপসারন
মেকি এ আভরণ আমি আমরন
করি উচ্চারণ সত্য বলিতে টলিতে নাই
আমি অকবি বুঝি কি সবি?
হয়ত তা মোর ঝুলিতে নাই!
নয়তো বলি সবার সমুখে
গোপন বাক্স খুলিতে নাই!