যতবার আমাকে মেরে ফেলে পৃথিবীর সময়
ততবার জেঁগে উঠি বাংলার মাঠে ধুঁধুঁময়
ফড়িঙের ডানা মেলে ঘন ঘাসে;
ডাহুকের ডাক শুন আশেপাশে
ধবল বলাকা কখনো ক্ষীণ, ঝোঁপে ঝাড়ে বাঁশে
হঠাৎ নিরীহ নীরদ খন্ড হয়ে শরতের আকাশে।
পদ্মা মেঘনা যমুনার জল হয়ে আমি বার মাসে
তাতে, সোনালি বীজ অঙ্কুরিত হবো কৃষকের চাষে
ক্ষেতে; তোমাদের কবিতার বইয়ের পাতার অতি কাছে
বিমূর্ত বর্ণ হঠাৎ ছবির মত যদি ভাসে
তুমি বিচলিত হয়োনা আবার পাছে
তখন জানালা খুলে দেখো ছোট্ট দোয়েল এক নাচ
উঠোনে ডালিমের গাছে।
পৃথিবীর সব কবি এভাবেই চিরদিন চিরকাল বাঁচে।
কবির  মৃত্যু নাই; বলো বলো কি আছে?