কবিতায় কি লিখব ?
যখন ক্ষমতার লিপ্সায়
পুড়ে যায় স্বদেশ আমার
নিজেরই চোখের সম্মুখে
এক দিনমজুরের নিথর দেহ
পড়ে থাকে সড়কের পাশে  
সারারাত নির্ঘুম উৎকন্ঠায়
কেঁদে কেঁদ অশ্রুর ফেনা
জমে দুঃখিনী মায়ের চোখে
আহত শিশুতার
কথা বলিবেনা আর  
জিহবা আর ঠোট গেছে পুঁড়ে
কাহারো  চোখ গেছে
পৃথিবীর রুপ গেছে ফুরে
কাহারো  পা গেছে অথবা,
হাত গেছে উড়ে বোমার আঘাতে;


মিছিলে মিছিলে চলে পুলিশের গুলী
প্রতিবাদের ভাষা জানা নেই ;
লক্ষ জীবন দিয়ে
পেয়েছি স্বদেশ কিরে এই ??