বদলে যাবে আজকের এ বসতি
বসুমতির বুকে গড়াবে মানুষ আবার নতুন করে বসত ভিটা
প্রতিস্থাপিত হবে গ্রামের বদলে গ্রাম শহরের বদলে শহর আরেক
বহুদিন পর যখন ধ্বংসস্তুপে মিশে যাবে অনারম্বর সমাধি আমার।
এই মেঘমালা যেমন প্রতিনিয়ত প্রতিস্থাপিত হয় নতুন মেঘে
আজকের মানুষের বদলে আসবে নতুন মানুষ মুছে যাবে
কাল থেকে হয়ত তখন কবিতা আমার সময়ের স্রোতে
ভেসে যাবে আমার ঠিকানা সবটুকু পরিচয়।


আমি তখন হয়ে যাব স্বাধীন মিশে যাব ধুলির কণায় কণায় উড়ব
বাংলার বাতাসে বাতাসে শঙ্খচিলের ডানার পালক ঘেষে জড়িয়ে র'ব আমার কবিতা ঘেষে দাঁড়িয়ে থাকা নদীর জলে মিশে যাব পানকৌড়ির পালক থেকে; অথবা সেদিন প্রতিস্থাপিত কোন কৃত্তিম জলাধারের ভেতর।


হয়ত তখন আজকের মানুষ হয়ে উঠবে আরো স্মার্ট আরো ডিজিটাল কৃত্তিম আকাশে থাকবে কৃত্তিম মেঘমালাদল
অকৃত্তিম এই কবিতার বদলে আনন্দ দেবে স্বয়ক্রিয় কোন পয়েটিক ভয়েস মেকার।
বেকার কবিরা একদিন ভুলে যাবে কাব্যিকতার সুখ
সেইদিন প্রতিস্থাপিত হৃদয়ের মানুষ ভুলে যাবে বাংলার
প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব কবিতার কথা ঘিয়ে রঙা
ঘুঘু আর ভাত শালিখের সুন্দর মুখ।