আমি অন্ধকারে পড়েছিলাম বহুকাল
আমার গর্ভফুলে আটকেছিল নিষিক্ত অযুত ডিম্বানু
আর মর্মমূলে আটকেছিল মৃতবৎসা কবির প্রসববেদনাখানি
আপন কবিতার রস আপনি করেছি আস্বাদন।


এখন আমার কবিতার শিরোনাম পাঠকারীর সংখ্যা
আমার কেশ বরাবর;
আর আমার সমালোচক দেশি ও বিদেশি
কবিতা বরাবর.....
আমি এখন নিজেকে কবি ভাবতে শিখেছি!
আর পাছে লোকে কিছু বলাকে শিকেয় চড়িয়েছি।
এখন আমি স্বাধীন ব্যাকারণ মানিনা
ইচ্ছে মত শব্দে অলংকার দেই
ফেলনা ভাবনায় খেলনা শব্দে সৃষ্টি করি দ্যোতনা
কতনা ভুল প্রয়োগেও এখন ফুঁটে ওঠে ফুল!!