চলছে সময় পুলক বিহীন খসখসে সব
ভাবনার কাছে ধরনা দিয়েছি
একটি কবিতা দাও….
একটি কবিতা দাও ….
নিস্তন্দ্র সে রাতে চুপিসারে যে অন্ধকারে অনেক বলেছি
আমাকে কাঁদাও
নয়তো একটি কবিতাকে তুমি আমার হাতের
তালুর ভেতর
ফের গুঁজে দাও আমাকে হাসাও
আমাকে একটি কবিতার পথে
তুমি নিয়ে যাও
আমাকে জ্বালাও প্রেয়সীর হাসি যেমন আগুন
কবিতার মত যার সৌষ্ঠব
আমাকে পোড়াও
তার শব্দাতীত মিহিন ঠোঁটের খুব খুব কাছে
আমাকে একটি তিলক বানাও
অথবা মৃত্যু যেমন সত্য
তেমনি অরূপ অমোঘ কোন জীবনের কাছে
কবিতার কাছে
টেনে টেনে নিয়ে নাও….