আমাকে আয় দিয়ে প্রিয়ার সঙ্গে মাটি
ঐ কবরে
সে ছাড়া যে লাশ আমি গো বাঁচাবি বল
কি করে?


এত দেখেও তারে আমি মনে হয় গো
দেখি নাই
জীবনে আর মরণে যে তাকেই দেখতে
আমি চাই।।
আমায় দেখতে দে প্রিয়ার মুখ একটু খানি
ভাল করে ।


সে ছাড়া যে অন্ধকারে মিশে গেল
সব আলো
প্রিয়া বিনা পৃথিবীর সব সুখ ছেড়ে যে
পালালো ।।


মেঘহীন বৃষ্টি যেমন হতে পারে না রে
কোনদিন
তাকে ছাড়া আমি ও তাই জেনে রেখ
চিরদিন।।
আমি থাকতে পারব না যে তাকে ছাড়া
একলা ঘরে।


স্বরবৃত্তেঃ পূর্ণ মাত্রা ৪ অপূর্ণ ৩ মাত্রার।