নিরপেক্ষতার ছুরি হাতে কেউ দাঁড়িয়ে যাও
ঠিক পূর্বমুখী হয়ে আর পৃথিবীকে বর্তুল কেকের মতো
কেটে ফেলো সমান সমান(?) ঠিক ঠিক দুই ভাগে!
তোমার সামনে পড়ে থাকলো দক্ষিণে সত্য আর উত্তরে মিথ্যা
ঐ একটি সত্যেই ভাগ হয়ে গেছে বহু উপদলে আর মিথ্যারাও
তাই! সত্য আর মিথ্যার বাইরে কিছু নাই! কিছু নাই!!!!.....
এই যে দুটি দল সত্য আর মিথ্যার চিরকালীন দ্বন্দ্ব ধ্বংস আর
শেষ ফায়সালা কেয়ামত-মৃত্যু ব্যাতিত কোনদিন সম্ভব কি?
সত্য মিথ্যার এই যে দ্বন্দ্ব তাকে মিছেই আমি থামাতে গেছি!
এমনি আমার আহাম্মকি! মাঝে মাঝে হয়ে উঠি তাই-
নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী!!