পুড়েছে কবিতারা নিমতলী হয়ে
চকবাজার আর তাজরিন জুড়ে
সবখানে অশ্রু জড়ো হয়ে আছে..


পোড়া কবিতাদের দেখছে কি কেউ
মিশেছে যেথা বোবা কান্নার ঢেউ
পোড়া কবিতারা অথবা সে ছাই
বাতাসে সে গন্ধ এখনো যে পাই...


কতবার পোড়াবে বুকের ছবিটা
ঝলসে যাবে কত আমার কবিতা?
বাংলার বুকটা শুধু থরে থরে
শহীদ মিনারে কি যাবে তবে ভরে?