হ্যাঁ ঠিক মনে পড়তো তোদের.. মনে পড়তো..
বগুড়ার বিখ্যাত দইয়ের মতো মিষ্টি আর সরল দুষ্টু মুখগুলো
এতদিন হাতড়ে খুঁজে ফিরে গেছি বুকের অলি গলি কেঁদেছে কেবল ..  
তোদের সেই উচ্ছল হাসির উচ্ছাস স্মৃতি নিয়ে আজো বেঁচে আছি আমরা সকল..
বন্ধু হয়ত আবার তোদের দেখতে পেয়ে খুশিতেই কেঁদেছি আমি অবিরল!..বিশ্বাস হবে না জানি..
আরো কতো কতো মুখ আজ মানি হয়তো তার সবগুলো মনে নেই ঠিক..ঠিক ততোখানি ..
জানি না বাকি মুখ সবগুলো জীবনের সুখ হবে কি না আর কভু ভালো করে নতুন করে পুরাতন টানি
সেই সব দিনের মতো হবে কি না আর কাছে নিয়ে একটু খানি ভালোবাসা..দূরে দূরে থেকে কুঁড়ে কুঁড়ে
খাওয়ার বেদনার মহামারী এক এসেছে যখন পৃথিবীর বুকে বিশাল বিষাদে ঢাকা ..কখন কে চলে যাবো একা একা হবে না জানা তবু 'রহমান' বন্ধুদের একজন নিয়ে এলি এক সাথে থাকা বগুড়ার বিখ্যাত বিদ্যাপীঠের সেই নরম কোমল দইয়ের মতো এক ঝাঁক মিষ্টির গন্ধ মাখা কিছু মুখ... কিছু সুখ..এনে দিলে আজ তোমরা সবাই পাশে থেকো সুখে দুঃখে আগের মতোই ভালোবেসো বন্ধুরা সবাইকে সবাই..একদিন না চাইলেও
চলে যাবো ভাই .. যেতে হয়.. তাই,তবু যেতে দিতে হয় ... হাসি মুখে চেপে কান্না বুকে বিষম বিরহী ক্ষণে....
ক্ষণিকের বিদায় দিয়ে দিস বন্ধুরা একদিনে নীরবে আমাকে সবাইকে চিরতরে বল রাখবি তো মনে ??..