কেমন বালখিল্য! কবিতা আমার!
যদি ঘুণে ধরা সমাজ নাই বদলালো
যদি ভাবনার দরজা নাই খুলে দিলো
কারো বদ্ধ কপাট বোধের ধাক্কায়
নির্বোধ হুশ যদি নাই পেলো..


তবে অযথা কলম পিষে কেনো
মেরে ফেলো কবিতার প্রাণ? রক্তাক্ত
হলো মিছে মহাকালের অম্লান
শ্বেতপত্র গুলো অপচয় হলো
একটা কবির মহাজীবন প্রবৃত্তির
সামান্য সুখের তরে কী সকরুন
তার মৃত্যু বলো...?!!