কোথায় আমার স্বাধীনতা আজ পড়ে আছে
মুখ থুবরে সে পরাধীনতায় মাথা গুজে
মরে আছে নাকি ঝরে গেছে সে কি একাত্তরে
ফুটেছিল গাছে যে ফুল আমার এই দেশে;


কোথায় সে ফুল গন্ধবিহীন রঙচটা
কোথায় সে গান রক্ত মাঝের ঝর তোলা
'একটি ফুলকে বাঁচাব বলে'র সেই কথা
ভুলেই গেলাম জীবন বাজীর রূপকথা!


সুর তোলা সেই অস্ত্র গুলোর সবকটা
আজো আছে তবে নেই শুধু আর হাত গুলা
অবশ হয়েই থাকবে পড়ে কালুর ঘাট
আতাঁত করেই চলছে সবই জমজমাট
তাই স্বাধীনতা আজ পরাধীন এই বেলা..