জেগে থাকি শব্দহননের রাতে-
মুচকি হেসে চাঁদ যেন মেঘের আঘাতে
একবার সরে যায় বামে আবার ডানে
দেবদারু পাতার ফাঁকে জ্যোৎস্না আসে
জ্যোৎস্না ভেজা কিছু কিছু শব্দ ভাসে
আজকে কবিতা লেখা যায় অনায়াসে!
প্রেয়সীর শাড়ীর ভাঁজে ভাঁজে বাজে
কবিতার মদির শব্দেরা হৃদয় মেলে ধরে
উতলা হয়ে ওঠে এমনি রাত এলে পরে…..