বন্ধু আমার জ্ঞানের বহর
নয়তো অতো বড়
বল্লে তুমি কালকে রাতে
লজ্জা কেন ধরো?
চোখের কাছে হাতের পাশে
নাইকো অত বই
কিশোর কালে পড়েছিলুম
বড় কালে নই!
প্রতিদিনই শিখছি আমি
কবিতা সব পড়ে
জ্ঞানী গুনীর বাণী সকল
চলি যে ধার করে!
দেনা আমার বাড়ে নিতি
শোধ করিব কবে?
ভুলের বাণী করলে প্রচার
বিচার আমার হবে!
সেই ভয়েতে থাকি সদা
কখন কি যে বলি!
ভুল হলে তা শুধরে দেবে
ভাঙবে ভুলের কলি!!
সত্য যাহা চন্দ্রে গেলেও
সত্য হয়েই রয়
ওজন কিছু বাড়ে কমে
নেই সত্য ভরের ক্ষয়!!