কবিতার পাতার মতো লেখা হলে গুটিয়ে নেবে কি আকাশ?
তোমার হাতে তুলার আঁশের মত আগুনের ধোঁয়া হয়ে উড়ে গেলে
আমার যুক্তির পাহাড় ভাবনার অবৈধ কাছে আসার স্বাদ শুক তারা
নিভে গেলে সমুদ্রের সব জল বিশ্লেষিত হলে সুনামিরা এসে যখন করবে
আঘাত কেঁপে কেঁপে উঠবে যখন পায়ের তলা থেকে সরে যাবে মাটি ভূমি তুমি
এতটা রেগে যাবে আমাদের উপর পৃথিবীর উপর তারাদের উপর অজানা আকাশের
উপর তুমি যখন সত্যকে আনবে আমাদের চোখের সম্মুখে ধরে দেখাবে হৃদয়ে প্রক্ষিপ্ত অপূর্ব
আগুনের গোলা আমাদের সন্ত্রস্ত ঘর্মের ভেতর হাবুডুবু খাবো তোমার প্রেম থেকে এক ফোটা
শীতলতা ছুঁড়ে দিও একদিন তোমাকে তো একদিন এক মূহূর্ত যদি ভালোবেসে থাকি একবার
তোমাকে ভালোবাসি বলে থাকি যদি গোপনেও যদি একবারও চেয়ে থাকি তোমাকে আমি তবে
তোমার প্রেম থেকে তোমার মুখ থেকে আমার মুখ থেকে ফিরিয়ে নিও না যেন অপূর্ব সে সাধনার মুখ ...