বিষন্ন বিকেল একবার চেয়েছিল তোমার কাছে সঙ্গ
মুক্তার মত কিছু দাঁত কিছু হাসির খিলখিল করে ওঠা উলঙ্গ
তোমার ঠোঁট আরক্ত চোখ ম্রিয়মান সুর্যের মত ডুবু ডুবু হলে
ঘরে ফেরা পাখির মতন আশ্রয় চেয়েছিল হৃদয় প্রার্থনা ছলে
ডানার ক্লান্তি মুছে যেমন ভোরের অপেক্ষায় জাগে বিহঙ্গ
বিষন্নতা মুছে দেবে বলে শিশিরে জেগেছে কলাবতী অঙ্গ
ধুয়ে নিয়ে ঘষে মেজে বাহিরে লেপ্টে থাকা নকল নিকেল
খুলে রেখে নিয়ে এসো একবার প্রিয়তমার স্নিগ্ধ বিকেল...